প্রকাশিত: Wed, May 22, 2024 1:04 PM
আপডেট: Fri, May 9, 2025 7:15 PM

[১]প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল ইরান: ম্যাথু মিলার

ইকবাল খান: [২] রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তা খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল তেহরান। তবে তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন। সূত্র: রয়টার্স

[৩] সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। 

[৪] তিনি বলেছেন, ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, কিন্তু লজিস্টিক কারণে আমরা ইরানকে এমন সহায়তা দিতে পারিনি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি মার্কিন মুথপাত্র।

[৪] সোমবার সকালে জানা যায়, ইরানের প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাইসির বহরে আরো দুইটি হেলিকপ্টার ছিল যা সময় মতো গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।